
সুপার গ্লু হলো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের সেই দৈত্যের মতো। প্রদীপ ঘষে বের করে আনার পর সে অসাধ্য সাধন করতে পারে, এর আগে নয়। অবশ্য সুপার গ্লু রূপকথা না হলেও একটা বিষয়ে মিল আছে। টিউবের ভেতরে থাকলে কাজ করতে পারে না, বাইরে এলে বাজিমাত! সে ভাঙা কাচ, প্লাস্টিক, কাঠ—সব জোড়া লাগাতে পারে। মাত্র এক বর্গইঞ্চি জায়গায় সুপার গ্লুর হালকা প্রলেপ এক টনের বেশি ওজন ধরে রাখতে পারে। তার এই অসাধারণ শক্তির কারণ হলো এর মধ্যে ‘সায়ানোঅ্যাক্রিলেট’ নামের এক রাসায়নিক তরল। এটি পানি ছাড়া কোনো কিছু জোড়া লাগাতে পারে না। টিউবের ভেতর বায়ু ও পানিশূন্য অবস্থায় একে ঢুকিয়ে ভালোভাবে মুখ আটকে দেওয়া হয়। তাই পানি না পেয়ে সে টিউবের ভেতরের গায়ের সঙ্গে জোড়া লাগতে পারে না। বাইরে বেরিয়ে বাতাসের মধ্যে থাকা জলীয়বাষ্পের সঙ্গে মিশে সে তার কাজ শুরু করে দেয়। হালকা প্রলেপ বেশি কার্যকর, কারণ সামান্য জলীয়বাষ্প লাগে, কাজ হয় চটপট। একটু ফুঁ দিলে আরও তাড়াতাড়ি কাজ হয়। সামান্য আঠা বের করেই টিউবের মুখটা খুব দ্রুত বন্ধ করে দিলে ভেতরে বাতাস ঢুকতে পারে না। ফলে, সে টিউবের ভেতরের গায়ে জোড়া লাগে না। কিন্তু সাধারণ আঠা অন্য রকম। ওর মধ্যে পানি থাকে বলে সে কৌটা বা টিউবের ভেতরের গায়ে জোড়া লাগে না। কোনো ছেঁড়া কাগজে মেশানোর পর পানি শুকিয়ে গেলে জোড়া লাগে।
- সুপার গ্লু নিজের টিউবের সঙ্গে আটকায় না কেন?সুপার গ্লু হলো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের সেই দৈত্যের মতো। প্রদীপ ঘষে বের করে আনার পর সে অসাধ্য সাধন করতে পারে, এর আগে নয়। অবশ্য সুপার গ্লু রূপকথা না হলেও একটা বিষয়ে মিল আছে। টিউবের… Read more: সুপার গ্লু নিজের টিউবের সঙ্গে আটকায় না কেন?
- কোনো কিছু সহজে মনে রাখার কৌশল:ড্যানিয়েল ট্যামমেটের নাম হয়তো অনেকেই শুনেছেন। তিনি মাত্র ৫ ঘন্টায় পাই (π) এর ২২,৫১৪ ডিজিটের মান মুখস্থ করে বিশ্ব রেকর্ড করেছিলেন। নিকোলা টেসলা যেকোনো বইয়ের দিকে একবার তাকিয়ে পুরো বই মনে রাখতে পারতেন। অনেকে… Read more: কোনো কিছু সহজে মনে রাখার কৌশল:
- ভারতের ১৬ পড়ুুুয়ার হাতে প্রযুক্তি বিশ্বের নিয়ন্ত্রণবিশ্বের প্রযুক্তি খাতে ভারতীয়দের আধিপত্য বাড়ছে দিনকে দিন। গুগল ও মাইক্রোসফটের মতো বৃহৎ প্রযুক্তি জায়ান্ট পরিচালিত হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) নেতৃত্বে। এ দুই মার্কিন প্রতিষ্ঠানের পাশাপাশি বহুজাতিক নানা প্রযুক্তি জায়ান্টের শীর্ষ… Read more: ভারতের ১৬ পড়ুুুয়ার হাতে প্রযুক্তি বিশ্বের নিয়ন্ত্রণ
- হেডফোনের তারে কেন প্যাঁচ লাগে?যদি জিজ্ঞেস করা হয় “বিশ্বের সবচাইতে শক্তিশালী গিঁট কীভাবে লাগাবেন?” তাহলে অনেকেই হয়তো অনেক পদ্ধতির কথা বলবেন। তবে এই প্রশ্নের উত্তরে বিখ্যাত কৌতুকাভিনেতা বিল মারে বলেছিলেন, “প্রথমে একটি হেডফোন পকেটে রেখে দিন, তারপর এক… Read more: হেডফোনের তারে কেন প্যাঁচ লাগে?
- Helicopter in the sky of Mars#marshelicopter আজ বিশ্ব স্বাক্ষী থাকল কেননা আজ প্রথমবার কোনো ড্রোন( হেলিকাম্পটার) উড়ল মঙ্গল গ্রহে। এটা অবিশ্বাস্য হলেও সত্যি। এই হেলিকাপ্টারটির নাম ছিলো Ingenuity। এই হেলিকাম্পটারটিকে বহন করেছে মঙ্গলে নিয়ে গিয়েছিলো Perseverance Rover। এই Perseverance… Read more: Helicopter in the sky of Mars
