#marshelicopter
আজ বিশ্ব স্বাক্ষী থাকল কেননা আজ প্রথমবার কোনো ড্রোন( হেলিকাম্পটার) উড়ল মঙ্গল গ্রহে। এটা অবিশ্বাস্য হলেও সত্যি। এই হেলিকাপ্টারটির নাম ছিলো Ingenuity। এই হেলিকাম্পটারটিকে বহন করেছে মঙ্গলে নিয়ে গিয়েছিলো Perseverance Rover। এই Perseverance Rover মঙ্গলে অবতরণ করেছিলো গত ১৮ই ফেব্রুয়ারি, যা তো ছিলোই এক মাইলফলক। আজ পৃথিবী আরেক মাইলফলকের অধিকারী হলো। Ingenuity হেলিকাম্পটারটি ঠিক ৩৯.১ সেকেন্ড ধরে মঙ্গল ঘুরেছে এবং এই প্রথম কোনো মানব যান মঙ্গলে উড়েছে। সত্যিই আমি শিহরিত। অনেক অনেক শুভেচ্ছা
NASA – National Aeronautics and Space Administration
NASA Jet Propulsion Laboratory
-Tanjil Sarkar
© Science lovers

