আমরা ডিসকভারি চ্যানেলে Man Vs. Wild এ বিয়ার গ্রীলস কে দেখি প্যারাসুট দিয়ে হেলিকপ্টার থেকে লাফ দিতে, তারপর সে আস্তে আস্তে মাটিতে নেমে আসে। চলো আমরা ঘরে বসেই এরকম প্যারাসুট বানাতে পারি নাকি দেখি।

আমাদের কি কি প্রয়োজন হবে দেখে নিই:
১. একটি মোটামুটি বড় মাপের পলিথিন।
২. কাঁচি।
৩. সুতা।
৪. তারপর আমরা যে বস্তুটাকে বিয়ার গ্রীলসের মত উপ থেকে নামাবো ( পুতুল, রোবট বা মনের মত যা খুশী, কিন্তু নিজে নয়)
প্রথমে পলিথিন টা অষ্টভুজাকৃতির করে কেটে নিই। প্রতিপাশে একটি করে ছিদ্র করি, মানে অষ্টভুজের প্রতিবাহুতে একটি করে ছিদ্র। ছিদ্র বেশি করতে পারলে ভালো।

এবার সমান মাপের আটটি সুতা কেটে প্রতি ছিদ্রতে একটি করে বেঁধে দিই। একপ্রান্ত ছিদ্রের সাথে বাঁধা আর অপর প্রান্ত গুলো একসাথে বাঁধা থাকবে যে বস্তুটি আমরা ঝুলাবো তার সাথে।
এবার বস্তুটিকে বেঁধে কোনো একটা উঁচু জায়গা থেকে প্যারাসুট ছেড়ে দিলে আস্তে আস্তে বস্তু সমেত নিচে পরতে থাকবে। পলিথিন যত বড় হবে বস্তু তত আস্তে বা নিরাপদে মাটিতে পৌঁছবে।

আচ্ছা প্যারাসুট তো বানানো হল, তো এর পিছনে বিজ্ঞান কি?
বাতাসের প্লবতা বা উর্ধমুখী বলের কারণে এমন ঘটে থাকে। প্যারাসুট যখন উপর থেকে নেমে আসে বাতাস নিচে থেকে প্যারাসুট এর উপর ধাক্কা দিতে থাকে। এই ধাক্কা বাতাসের ঘর্ষণের কারণেই হয়ে থাকে।
বি.দ্র. : বন্ধুরা, কেউ আবার লাফ দিয়ে বসো না। লাফ দিলে লকডাউনের সাথে সাথে হাত-পা ও ভেঙে যাবে।
– তানজিল সরকার
© Science Lovers
