বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার বন্ধ হওয়ার বিষয়টিকে কিভাবে দেখছেন?

বাংলাদেশে বেশিরভাগ মানুষই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে একে অপরের সাথে সংযুক্ত।যেমন ধরুন আপনারা কয়েকজন বন্ধু মিলে ট্যুরে যাবেন আপনাদের যোগাযোগ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুক বা মেসেঞ্জারে হয়ে থাকে।

Facebook



তো বাংলাদেশে যখনই কোনো কারণ নিয়ে দেশে উত্তেজনা সৃষ্টির আশংকা দেখে তখনই ফেসবুক সার্ভারের আইপি ব্লক করে রাখে যেনো দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।


এবার আসি এর সমাধানে আপনি VPN ব্যবহার করে অন্যদেশের সার্ভারে কানেক্ট করে কোনো প্রকার বাধা ছাড়াই ফেসবুক ব্রাউজ করতে পারবেন।

VPN




অথবা যদি ভিপিএন এর জন্য স্পিড কমে যাওয়ার আশংকা আপনার থাকে তাহলে সে ক্ষেত্রে আপনি Tor Browser ব্যবহার করে ফেসবুকে ঢুকতে পারেন।টর ব্রাউজার ভিপিএন টেকনোলজি ব্যবহার না করেই যেকোনো ওয়েব সাইট আনব্লক করতে পারে।

Tor Browser




বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাতে ভুলবেন না…🙂

ধন্যবাদ…😇

-Tanjil Sarkar


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started